۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
গাজায় পরাজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক

হাওজা / গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ‘গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল’- বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘উন্মাদ জুয়াড়ি’ বলে আখ্যায়িত করেছেন।

এহুদ বারাকের এক বক্তব্য উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ধুঁকছে- উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না।

বারাক আরও বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করায় কোনো লাভ নেই। নেতানিয়াহু বরং ‘উন্মাদ জুয়াড়ির’ মতো গাজায় আটক ইসরায়েলি পণবন্দিদের জীবন বিপন্ন করে চলেছেন।

যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন এহুদ বারাক। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন।

সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঠিক দু’দিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইতজাক ব্রিক আরো বলেন, গত ১১ মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরইমধ্যে দুর্বল হয়ে পড়েছে।

জেনারেল ব্রিক বলেন, “ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে আমরা হামাসকে তো পরাজিত করতে পারবই না বরং উল্টো আমাদেরই পতন ঘটবে।”

تبصرہ ارسال

You are replying to: .